Wednesday, April 30, 2025

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু সহ ১১জন আটক

মহেশপুর প্রতিনিধিঃবৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু সহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার খোসালপুর মাঠের ভিতর থেকে শিশু সহ ১১জনকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুড়িয়া গ্রামের আরশাফ ফকিরের ছেলে মনোয়ার হোসেন(৩২), হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর ছেলে আলী আকবর(৪৮), আলী আকবরের স্ত্রী মাসুমা বেগম(৪২), মাদারীপুর সদর থানার কদমবাড়ি গ্রামের প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস(২৪), এনায়েতপুর গ্রামের বিরাট মন্ডলের ছেলে বিনয় মন্ডল(৪৮), হুমায়ন কবিরের ছেলে মুন্না চাপরাশি(২২), মুন্নাচাপরাশির স্ত্রী হেনা খাতুন(১৯) ও তার ২ বছরের শিশু পুত্র মাসুম চাপরাশি, বাপ্পি চাপরাশির স্ত্রী নাজমা বেগম(২৬) ও তার ১০ মাসের শিশু কন্যা সুমাইয়া এবং মারিয়া(৪)।
৫৮ বিজিবির উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে বিজিবি তাদেরকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর