ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় আগুনের ঘটনায় দিনমজুর ও এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার গভীর রাতে শৈলকুপা উপজেলার মহেশপুর আবাসন প্রকল্পের বাসিন্দা রব্বানী মণ্ডলের বসতভিটা পুড়ে যায়। একই রাতে কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রতন বিশ্বাসের বসতবাড়ি আগুনে পোড়ে। আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়ালঘর, রান্নাঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।শৈলকুপার ক্ষতিগ্রস্ত রব্বানী মণ্ডল জানান, বুধবার রাত একটার দিকে রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা বসতভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় রব্বানীর সহায়-সম্বল, বসতঘর ও গরুর গোয়াল। এখন সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন এই দিনমজুর।এদিকে কালীগঞ্জের ক্ষতিগ্রস্ত রতন বিশ্বাস জানান, রাত আটটার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে তার ঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রাতদিন নিউজ: