Saturday, December 6, 2025

মণিরামপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

মণিরামপুরে ট্রাকচাপায় ৫ বছরের শিশু নিহত হয়েছে। রোববার (১০ মার্চ ) দুপুরে যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিহা গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের মেয়ে। সে ফকির রাস্তা উলামানগর কওমি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গাড়িসহ চালকে আটক করে স্থানীয়রা। চালক মনির হোসেন খুলনার খালিশপুরের কাশিপুর এলাকার আব্দুস সালামের ছেলে। চালকসহ ট্রাক থানা হেফাজতে আছে।

মাদ্রাসার অধ্যক্ষ কামরুজ্জামান কাসেমী জানান, সাবিহা তার দাদি সেলিনা বেগমের কাছে থেকে আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়তো। বাড়ি দূরে হওয়ায় মাদ্রাসার ভ্যানে করে সে আসা-যাওয়া করত। আজ রোববার দুপুরে ছুটির পর ভ্যানে না উঠে সাবিহা হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কেশবপুর থেকে ছেড়ে আসা একটি তেলের ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাবিহার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর