Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত

বাঘারপাড়ায় (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।

এদিন সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী , উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর সভার মেয়র কামরুজ্জামান, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ , মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর