Saturday, December 6, 2025

ডুমুরিয়ায় ধর্ষণের শিকার তরুণী ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ

খুলনার ডুমুরিয়া উপজেলায় ধর্ষণের শিকার তরুণী ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ডুুমুরিয়া চেচুড়ি ক্যাম্পের পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুল ইসলাম।

তিনি জানান, তরুণী ও তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হবে।

এর আগে তরুণীকে উদ্ধারে অভিযান চালায় র‌্যাব। কিন্তু পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছে জানতে পেরে, র‌্যাব সদস্যরা ফিরে যান।

এর আগে বুধবার ধর্ষণের ঘটনায় ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই তরুণীর মামাতো ভাই গোলাম রসুল সরদার। আদালত মামলাটি গ্রহণের জন্য ডুমুরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের চাচাতো ভাই রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গাজী আবদুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম, সাদ্দাম গাজী ও মো. ইমরান হোসাইন।

রাতদিন-সংবাদ:-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর