Saturday, December 6, 2025

জঙ্গি অভিযানে প্রথম র‌্যাব-৬,অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১৫

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র‌্যাব’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য বরাবরের মতো এবারও র‌্যাব মহাপরিচালক (ডিজি) পদক দেওয়া হচ্ছে সংস্থাটি সদস্যদের। বিভিন্ন ইউনিটকেও তাদের সম্মিলিত কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়েছে।

২০২৩ সালে জঙ্গি অভিযানে সফলতার জন্য প্রথম হয়েছে র‌্যাব-৬, দ্বিতীয় হয়েছে র‌্যাব-১ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১৪। অস্ত্র উদ্ধার অভিযানে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় হয়েছে র‌্যাব-১২ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-৫। এছাড়া মাদক উদ্ধারে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় র‌্যাব-৫ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১০।

সার্বিকভাবে অভিযানে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় হয়েছে র‌্যাব-৫ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১১। বাহিনীতে শৃঙ্খলা রক্ষায় প্রথম হয়েছে র‌্যাব-৯, দ্বিতীয় র‌্যাব-৫ আর তৃতীয় হয়েছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের দরবার হলে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এ দিন পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য ১২০ সদস্যকে র‌্যাব ডিজি পদক দেন তিনি। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন। এছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‌্যাব ডিজি।

এর আগে, বুধবার (৬ মার্চ) এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে র‌্যাব।

রাতদিন-সংবাদ:-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর