মহেশপুর প্রতিনিধিঃমঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় ইমন নামে এক মোটরসাইকেল আরোহীর করুন মৃত্যু হয়েছে এবং ১জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার ভালাইপুর-খালিশপুর সড়কের বালির গর্ত নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বামনগাছি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইমন (২০) ঘটনাস্থলে নিহত হয় এবং তার সাথে থাকা একই গ্রামের আবুল হসেনের ছেলে রিপন (৩০) নামে একজন গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষনা করেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ১জন আহত হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। উদ্ধারের জোর চেষ্টা চলছে।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আরো পড়ুন