Saturday, December 6, 2025

অভয়নগরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষকের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি- যশোর-খুলনা মহাসড়কের ভাঙাগেট ট্রাক টার্মিনাল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্তাজ আলী বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী আমডাঙ্গার গ্রাম্য চিকিৎসক ও সাবেক শিক্ষক।

নিহতের ভাইপো হোসাইন জানান, প্রতিদিনের মতো ইন্তাজ আলী সোমবার বিকেলে আমডাঙ্গা থেকে ভ্যানে ভাঙাগেট চেম্বারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে নওয়াপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখে বলে হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর