ঝিরকগাছার পল্লীতে এক নরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অভীযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। রোবার ভুক্তোভোগী ওই নারী নিজে বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো, ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে ফজলুর রহমান, নাভারন পুরাতন বাজার এলাকার মৃহ মোজাহার মিয়ার ছেলে মোস্তফা হাসান ফিরোজ ও গোলাম মোস্তফার ছেলে শামীম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। মামলার অভিযোগে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে ওই নারীকে মারপিট করে আহত করে আসামিরা।
এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে আদেশে ঝিকরগাছা থানায় নিমিত মামলা হিসেবে রুজু হয়। আসামিরা অন্তবর্তী জামিনে মুক্তি পেয়ে ওই নারীকে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যহার করে নিতে অস্বীকার করায় আসামিরা তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। গত ৭ ফেব্রুয়ারি রাতে অপর আসামিদের পরিকল্পনায় আসামি ফজলুর রহমান ওই নারীর বাড়ি যেয়ে মামলা প্রত্যহার করে নেয়ার হুমকি দেয়। রাজি না হওয়ায় ঝাপটে ধরে টানা হেচড়া করে কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজলুর কে ধরে ফেললে অপর আসামিরা এসে তাকে উদ্ধার করে মামলা তুলে না নিলে খুন জখম করবে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
-রাতদিন সংবাদ







