Saturday, December 6, 2025

সাতক্ষীরায় অর্ধ গলিত নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার দাঁত ভাঙ্গা বিলের নাপিতঘাটা খালের পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাক, মুখ ও পায়ে আঘাতের চিহ্ন এবং মুখে কাপড় গোজা ছিল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকালে নাপিতঘাটা খাল পাড়ে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এখনো তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাতদিন-সংবাদ:-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর