চালের বস্তায় মূল্য তালিকা, উৎপাদনের তারিখ ও জাত উল্লেখ থাকতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সভায় কৃষিমন্ত্রী আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, চালসহ অন্যান্য কৃষি পণ্যের দাম নিয়ে আমরা বৈঠকে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি চালের বস্তায় মূল্য তালিকা, উৎপাদনের তারিখ ও জাত উল্লেখ থাকতে হবে। তিনি আরও বলেন, এজন্য কোন কোন এলাকায় কোন কোন জাতের ধান উৎপাদন হয় তার তালিকা ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্টদের কাছে চাওয়া হয়েছে।
-অনলাইন ডেস্ক







