Friday, December 5, 2025

কেশবপুরের প্রায় দু‘হাজার বিঘা জলাবদ্ধ জমির পানি নিস্কাসনে জামায়াতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের ১১টি গ্রামের বাসিন্দাদের বোরো ধান চাষের জন্যে প্রায় দু‘হাজার বিঘা জলাবদ্ব জমির পানি সেচ দিয়ে ধান চাষের উপযোগী করার লক্ষে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা শাখার।

গত ৪ফেব্রুয়ারী তেঘরি পরচক্রা জলাবদ্ব বিলের পাড়ে ব্রীজের মাথায় ওই ৫০ হাজার টাকা তুলেদেন পানি নিস্কাসনে নেতৃত্বদান কারী মাসুদুজ্জামান রিপন,মাওলানা মশিউর রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনির ও ইউনুস আলীর উপস্থিতিতে মাসুদুজ্জামান রিপনের হাতে। নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন ্ধসঢ়; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলী।

এসময় জামায়াতের অন্য নেতাদের মধ্যে ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম,মাষ্টার মশিয়ার রহমান,মাওলানা রেজাউল ইসলাম,মাষ্টার তাজাম্মুল ইসলাম দিপু, মাওলানা আব্দুল মমিন,মাওলানা হাফিজুর রহমান,মাওলানা আব্দুল লতিফ,প্রভাষক তবিবুর রহমান প্রমূখ। প্রতিদিন জলাবব্দ বিলের পানি নিস্কাসনে ১৪ টি বড় আকারের স্যালোমেশিন সেট করে সেচের কাজ চলছে।

পানি নিস্কাসনে অন্যতম উদ্যোক্তা মাসুদুজ্জামান রিপন জানান ১৪ টি মেশিন যদি নিরলস ভাবে চালানো সম্ভব হয়,তাহলে আগামী ১৫/২০ দিনের মধ্যে পানি নিস্কসন করে বোরো ধানের চাষ করা সম্ভব হবে।প্রতিদিন ব্যয় হচ্ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বলেও তিনি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর