Friday, December 5, 2025

সাতক্ষীরায় বোরকা পরে এসে চেয়ারম্যানের ওপর গুলি বর্ষণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান আব্দুর রহিম কৈখালী গ্রামের আবু দাউদের ছেলে।চেয়ারম্যানের চাচাতো ভাই ইসারত আলী খোকন জানিয়েছেন, সন্ধ্যায় পরিষদের কার্যালয়ে  বসে দু’ব্যক্তির সাথে গল্প করছিলেন আব্দুর রহিম। হঠাৎই দু’ব্যক্তি বোরকা পরে এসে চেয়ারম্যানের ওপর গুলি ছোড়েন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তাকে ধারাল অস্ত্র দিয়ে আব্দুর রহিমের হাতে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।হামলার ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান আব্দুর রহিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এ বিষয়ে জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর