বিশেষ প্রতিনিধি- ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান । আজ সোমবার ২৯জানুয়ারী দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ সহ থানা পুলিশের একটি দল । নওয়াপাড়া স্বাধীনতা চত্ত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়া সহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে নানা অযুহাতে প্রতিদিন চাঁদা নিয়ে থাকে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন এবং গাড়ির চালকদের সঙ্গে কথা বলেন।
এসময় পায়রা রুটের ইজিবাইক থেকে চাঁদা আদায়ের প্রমান পাওয়া যায়। এসময় কমিটির কেউ উপস্থিত না থাকায় আগামীকাল ৩০ জানুয়ারি উক্ত রুটের কমিটির সকলকে সকালে উপজেলা পরিষদে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। অভিযান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত চালকদের উদ্দেশ্য করে বলেন, আজ থেকে আর কোন চাঁদা দিবেন না যদি কেউ আপনাদের কাছে চাঁদার টাকা নিতে আসে তাহলে তাকে আটকে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।







