Tuesday, March 25, 2025

গ্রামের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের সভা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেরা দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক অঞ্জুমানারা, দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুনসহ ছয় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রাণিমূলক মামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের দামুড়হুদা (চুয়াডাঙ্গা) অফিস প্রধান হারুন অর রশিদ রাজু, চঞ্চল মেহমুদ, মনিরুজ্জামান সুমন, এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রণি, নজরুল ইসলাম এবং আহসান হাবীব মামুন।বক্তারা অবিলম্বে গ্রামের কাগজ সম্পাদকসহ যশোরের ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান। একইসাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তি, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও ডিবিসি নিউজের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর