Saturday, December 6, 2025

যশোর মনিরামপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক অবসরপ্রাপ্ত পুলিশের এসআই নিহত

যশোর প্রতিনিধি

আজ দুপুরে দিকে যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশের এসআই  বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারাধন কুন্ডু (৬৪)। তিনি মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত তারাপদ কুন্ডুর পুত্র।

  শনিবার দুপুরের দিকে হারাধন কুন্ডু বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় এতে করে তিনি মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়সূত্রে থেকে জানা যায় হারাধন কুন্ডু ৭ বছর আগে এসআই পদ থেকে অবসর গ্রহণ করেন। বিগত ৩ বছর পূর্বে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার গ্রামের বাড়ি ভবানীপুরে একাকী বসবাস করতেন এবং কিছুটা একাকিত্ববোধে ভুগছিলেন। এছাড়াও তিনি এক বছর পূর্বে স্ট্রোক করেছিলেন। প্রতিদিন বাড়ির ছাদে হাঁটাহাঁটি করেন।

এ ঘটনায় যশোর মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর