Saturday, December 6, 2025

ঝিকরগাছার গুলবাকপুরের চৌকিদার এনামুলের বাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

যশোরের ঝিকরগাছার পল্লীতে ছিনতাই মামলা প্রত্যাহার না করায় চৌকাকিদার এনামুল কবিরের পরিবারের সদস্যদের মারপিট ও বাড়ি ভাংচুর করেছে সন্ত্রসী তরিকুল ইসলাম ও তার লোকজন। এ ঘটনায় গুলবাকপুর গ্রামের এনামুল কবিরের ভাইয়ের স্ত্রী শিরিন শিলা বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

আসমিরা হলো, গুলবাকপুর গ্রামের তরিকুল ইসলাম, আহসান আলী, মিলন হোসেন, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, সাকরুল হাসান সজিব, মিঠুন হোসেন, তরিফুল ইসলাম, মুনসুর আলী মিন্টু, উসমান আলী ও রেজাউল ইসলাম।

অভিযোগে জানা গেছে, এনামুল কবির গঙ্গানন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার। ২০২৩ সালের ২৪ জানুয়ারি ট্যাক্স আদায়কারী পারভেজ মারপিট করে ট্যাক্স আদায়ের ১৫ হাজার ৬শ’৪০ টাকা, ভলিউম, রশিদ বই এবং পাশ বই ছিনিয়ে নেয় তরিকুল ইসলাম ও তার লোকজন। এ ঘটনা ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন চৌকিদার এনামুল কবির। মামলার তদন্ত শেষে সিআইডি পুলিশ তরিকুলকে অভিযুক্ত করে আদালছে প্রতিবেদন জমা দেয়। অভিযুক্ত তরিকুল আদালত থেকে জমিন নিয়ে এনামুল কবিরকে মামলা প্রত্যাহার করে নিতে বাড়িতে যেয়ে হুমকি দিয়ে আসছিল। এনামুল কবির মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাকে মারপিট করার ষড়যন্ত্রন শুরু করে তরিকুল ও তার লোকজন।

শুক্রবার সকালে এনামুল কবিরের ভাই মহসিন আলী পরিবারের লোকজন নিয়ে মধুমেলার যাবেন বলে একটি মাইক্রোবাস ভাড়া করে বাড়ির সামনে স্কুলের মাঠে নিয়ে আসেন। মধুমেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সকলে মাইক্রোবাসে ওঠার সময় আসামি আহসান আলী এসে মহসিনের কাছে পাওনা টাকা দাবি করে। তাদের মধ্যে কাথাবার্তার একপর্যায়ে তরিকুল ইসলাম এসে মহসিন আলীকে মারপিট শুরু করে। এ সময় মহসিন আলী ও তার স্ত্রী বাড়ির মধ্যে চলে যান। পোনে ৯টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে খুন-জখমের উদ্দেশ্যে বাড়িতে হামলা করে। হামলাকারীরা মামলার বাদী শিরিন শিলা, এনামুল কবির ও তার স্ত্রী পারভীনা বেগম, তোতা মিয়া, মহসিন আলী, রোজিনা খাতুনকে মারপিট করে গুরুতর জখম করে। এমধ্যে ঘরের জানালা-দরোজা, আসবাপত্র ও ঘরের চাল ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার খতি করে আসামিরা। আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় হয়। এ ঘটনায় শিরিন শিলা বাদী হয়ে এ মামলা করেছেন।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর