বিশেষ প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ দলীয় পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌরসভার সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত । এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনূর জহুর মুকুলের জানান, পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন যশোর ৮৫ এর এমপি ও আফিল গ্রুপের চেয়ারম্যান শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার(খ)সার্কেল মো:জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান মিঠু। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হল, অভয়নগর ফুটবল একাদশ, গোপালগঞ্জ ফুটবল একাদশ, সিরাজগঞ্জ ফুটবল একাদশ, শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর, ঝিনাইদহ ফুটবল একাদশ, বিকেএসপি একাডেমি খুলনা, রাজবাড়ী ফুটবল একাদশ, শেখ কামাল স্মৃতি সংসদ খুলনা।
এসময় পৌর মেয়র সুশান্ত দাস শান্ত বলেন, জনগণের সুস্থ বিনোদন এবং নতুন প্রজন্মকে ফুটবল খেলার প্রতি উৎসাহী করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন,অভয়নগর এর সর্বস্তরের জনগণ, দর্শকবৃন্দ, ফুটবলের উপদেষ্টা মন্ডলী, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর,সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।







