ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের ট্যাস্ক আদায়কারী পারভেজকে মারপিট করে টাকা, ভলিউম, রশিদ ও পাশ বই ছিনতাই মামলার আসামি তরিকুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। মামলার বাদী চৌকিদার এনামুল কবিরকে মামলা তুলে নিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। বুধবার এনামুল কবির এ ব্যাপারে আদালতে একটি আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনামুল কবিরের আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, এনামুল কবির গঙ্গানন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার। ২৪ জানুয়ারি ট্যাস্ক আদায়কারী পারভেজ হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য ব্যাংদহ গ্রামে যান। বেশ কিছু বাড়ি থেকে ট্যাক্স আদায় করে দুপুর ১টার দিকে তিনি পশ্চিমপাড়ার মানিকের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করেন। এরপর আসামিরা পারভেজকে মারপিট করে ট্যাক্স আদায়ের ১৫ হাজার ৬শ’৪০ টাকা, ভলিউম, রশিদ বই এবং পাশ বই ছিনিয়ে নেন। পারভেজের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামির পালিয়ে যান। এ ঘটনা ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন চৌকিদার এনামুল কবির। আসামিরা হলো, ঝিকরগাছার গুলবাগপুর গ্রামের রহমত আলীর ছেলে তরিকুল ইসলাম, শহীদুল ইসলাম শহীদের ছেলে সোহানুর রহমান বাবু, আব্দুল মান্নানের ছেলে মিঠুন হোসেন ও ব্যাংদহ গ্রামের মৃত সিদ্দিক ধাবকের ছেলে কাওছার আলী।
আদালতে আদেশে মামলার তদন্ত করে ছিনতায়ের ঘটনায় জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় সিআইডি পুলিশ। বিচারক প্রতিবেদনের উপর শুনানি শেষে প্রত্যেকের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন। এমরধ্যে আসামি তরিকুল ইসলাম মামলা প্রত্যাহার করে নিতে বাদী চৌকিদার এনামুল কবিরকে হুমকি দেন। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ২৩ জানুয়ারি তরিকুল তার লোকজন নিয়ে এনামুল কবিরের বাড়িতে হামলা করেন। এ সময় মামলা প্রত্যাহার করে না নিলে খুন করে লাশ গুম করে দিবে বলে হুমকি দিয়ে আসেন। এ ঘটনার পর এনামুল কবির ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তিনি আসামি তরিকুলের বিরুদ্ধে জামিন বাতিল চেয়ে আদালতে একটি আবেদন করেছেন।
বিশেষ প্রতিনিধি







