আজম খান, বাঘারপাড়া (যশোর) : বুধবার যশোরের বাঘারপাড়ায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সংগে জনসংযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) তামান্না ফেরদৌসি, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, জেলা কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক শাহারিয়ার হাসান , ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সবদুল হোসেন খান, আবু মোতালেব তরফদার, বাবলু কুমার সাহা, জাকির হোসেন , রবিউল ইসলাম, আরিফুল ইসলাম তিববত , আমিনুর রহমান সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী ও বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।







