Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

আজম খান, বাঘারপাড়া (যশোর) : রোববার যশোরের বাঘারপাড়ায় জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিন বিকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ, সহকারি শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এমদাদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির , উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর