মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। একজন দায়িত্বশীল সাংবাদিকের দায়িত্ব অনেক। কোন পক্ষপাতিত্ব না করে মণিরামপুরের সাংবাদিককরা যেন দূর্নীতিসহ সকল প্রকার অনিয়ম তুলে ধরবেন। চাঁদাবাজি-টেন্ডারবাজি কাউকে করতে দেওয়া হবেনা। বুধবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা হাসেম আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, আব্বাস উদ্দীন, সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, সদস্য মোহাম্মাদ বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, রামকৃষ্ণ আশ্রামের সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য্য, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন, সেচ্ছাসেবক লীগের নেতা মাহাবুর রহমান, শরিফুল ইসলাম শরিফ, ছাত্রলীগ নেতা বাপ্পী হাসান প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এসএম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করার হয়।







