Saturday, December 6, 2025

সাতক্ষীরায় শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:  সাতক্ষীরা সদর উপজেলার তিনটি গ্রামের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ৩টায় হওয়ালখালি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নেন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, ব্র্যাক ইউপিজি প্রোগ্রামের ম্যানেজার বাবুল আক্তার, ব্র্যাক ইউপিজি প্রোগ্রামের প্রোগ্রাম অগ্রানাইজার স্মৃতি রানী বিশ্বাস।

এদিন গড়িয়াডাঙ্গা, হওয়ালখালি ও ভবানীপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে ব্র্যাক এসব শীতার্ত মানুষের মধ্যে ১১০টি কম্বল বিতরণ করা হয়।

এ আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও গড়িয়াডাঙ্গা, হওয়ালখালি ও ভবানীপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর