ঢাকা থেকে ইয়াবার বড় চালান যশোরে আনতে যেয়ে ধরা পড়েছেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের নাহিদ হোসেন। যশোরে বিজিবির অভিযানে ৩৭শ’৮২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। ইয়াবার চালানটি তিনি ঢাকা থেকে যশোরের বাগআঁচড়ায় নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানায়, টহলদল গোপন তথ্য পেয়ে দাইতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তা থেকে সন্দেহজনক এক যুবককে আটক করে। পরে তল্লাশিতে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৩৭’৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ ১৯শ’৫০ টাকা জব্দ করা হয়। জব্দ ইয়াবার দাম ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ







