Saturday, December 6, 2025

ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশী মদ সহ আটক-৪

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
আটক আসামীরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার হাড়িয়াদেওয়া গ্রামের মোল্লাপাড়ার স্বপন হোসেন সুজন (৩২) সজীব হোসেন সোহান (২৪) সাব্বির হোসেন সৈকত (২০) রাহাত হোসেন রকি (১৯) সর্বথানা ঝিকরগাছা যশোর।
সোমবার (১৫ জানুয়ারী) বিকালে ঝিকরগাছা পুলিশ জানায়,ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসের যাত্রীবেশী ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূইয়া জানান,আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৫/১৫, তারিখ-১৫/০১/২০২৪ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর