Saturday, December 6, 2025

সাতক্ষীরা জেলা প্রশাসন উদ্যোগে পাঁচ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় শহরের সুলতানপুরসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজীব তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, প্রণয় বিশ্বাস, নুসরাত জাহান প্রমুখ।

এ ব্যাপারে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজীব তালুকদার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর