কেশবপুর,প্রতিনিধি:-
যশোরের কেশবপুরে প্রতিবেশীর বাড়িতে মুরগী যাওয়াকে কেন্দ্র করে মোমেনা বেগম (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
(১০ই জানুয়ারী) বুধবার সন্ধ্যায়,কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার বিকালে কেশবপুরের সাতবাড়িয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী,দুই সন্তানের জননী মোমনা বেগমের মুরগি,প্রতিবেশী আব্দুল আলিমের বাড়িতে যায়। বিষয়টি নিয়ে আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন মোমেনা বেগমকে অকত্য ভাষায় গালাগালিজ করে। এ সময়ে মোমেনা বেগম প্রতিবাদ করলে আব্দুল আলিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় রাতেই একটি মামলা করা হয়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতেই একটি মামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে। এঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যহত রয়েছে।
রাতদিন সংবাদ/জয়-০১







