মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের ভেতর সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আজিজুল ইসলামের এ জয়ে তরুণ ভোটারদেরই অবদান বেশি ছিল। কেশবপুরের সন্তানকে ভোট দিব’ বাইরের কাউকে ভোট দেবো না এমন স্লোগানে তাকে এ অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে।
আজিজুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি গ্রামে জন্ম গ্রহণ করেন। সংসদ সদস্য পদে আজিজুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান এ আসনের এমপি শাহীন চাকলাদার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আজিজুল ইসলাম অংশগ্রহণ করলে তার পক্ষে এলাকায় যুব সমাজের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়। তার পাশে আওয়ামী লীগের কোনো পদধারী নেতাই ছিলেন না। একরকম চমক সৃষ্টি করেই তিনি ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
নির্বাচনী কার্যক্রমের শুরু থেকেই নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ খেটে খাওয়া ভোটাররাও আজিজুল ইসলামের পক্ষ নিয়ে বাড়ি, গ্রাম্য মোড়, মাঠ-ঘাট, হাট-বাজারসহ সর্বত্রই আলোচনার শীর্ষে তুলে আনে। ওই আলোচনা থেকেই ভোটের দিন পর্যন্ত তাকে জয়লাভ করাতে সহায়ক ভূমিকা রাখে যুব সমাজ। নির্বাচনে বিজয়ী হয়েই সোমবার সকালে আজিজুল ইসলাম কর্মী-সমর্থকদের নিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন। যশোর-৬ (কেশবপুর) আসনে মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৯২৪। ভোট কেন্দ্র ৮১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬৫। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২৫২।







