Saturday, December 6, 2025

মাফলারে গলায় ফাঁস লেগে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:– অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্ৰামে,আসিরুনেছা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বুখারী (১৩) নামে একজনের মাফলারে গলায় ফাঁস অটকে নিহতের ঘটনা ঘটেছে। নিহত মোঃ বুখারী অভয়নগর উপজেলার প্রেমবাগ বনগ্ৰামের ৪নং ওয়ার্ডের সেনা সদস্য সেলিম সরদারের ছেলে।

নিহতের চাচা মোশাররফ সরদার জানান, সোমবার (৮জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে, বনগ্রাম সর্দারবাড়ি জামে মসজিদে ওঠার সিঁড়ির ডান দিকে, অজু খানার উপরে টিনের চাল দেওয়া, সেখানে উঁচুতে একটি মাফলার বাঁধা ছিল, খেলার ছলে বুখারী ওই মাফলার ভেতরে মাথা ঢোকালে হয়তো পা সরে গিয়ে গলায় ফাঁস লেগে যায় ।

সরদার বাড়ি জামে মসজিদের ইমাম শুকুর আলী জানান, তিনি প্রথম দেখেন মুসল্লিদের জন্য রাখা মাফলারে গলায় ফাঁস লেগে ঝুলে আছে বুখারী, এসময় তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশী লাকি রেজওয়ান, চাচা মশার সদ্দার,প্রতিবেশী আসাদসহ আরো অনেকে। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন । প্রেমবাগ গেট নামক স্থানে আসার পর তারা নিশ্চিত হন বুখারী আর নেই।

এঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন। চেয়ারম্যান বলেন এটা অজ্ঞানতা বশত নিছক একটি দুর্ঘটনা। এসময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানার এসআই আকরাম। তিনি বলেন ওযু খানার পাশে ঝুলিয়ে রাখা মাফলারে গলায় ফাঁস লেগে বুখারী নিহত হয়েছে, এঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হচ্ছে।

নিহতের পিতা বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট সেলিম সরদার জানান, আমর ছেলে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা কখনো ভাবতে পারিনি। বুখারী কে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই বুখারী কে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

রাতদিন সংবাদ // জয়-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর