Friday, December 5, 2025

কুষ্টিয়ায় পৃথক অভিযানে গাঁজাসহ চার নারী-পুরুষ আটক

কুষ্টিয়া সদর উপজেলায় পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ চার নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকার সিরাজুল হোসেনের মেয়ে রোমেলা খাতুন (৫০), চুয়াডাঙ্গার বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের মেয়ে সেলিনা (৪২), সদর উপজেলার ত্রিমোহনী এলাকার নূর আলমের মেয়ে পারুল খাতুন (৫৫) এবং সদর উপজেলার আশকোনা এলাকার আমির হোসেনের ছেলে এম এ হাসান (৩৯)।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত স্যারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে সকালে সদর উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ পারুল খাতুনকে আটক করে পুলিশ। অপরদিকে আশকোনা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এম এ হাসান নামে এক যুবককে আটক করা হয়। এছাড়া দুপুরের দিকে বাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সেলিনা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আবার চন্ডিপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রোমেলা খাতুনকে আটক করা হয়।আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

রাতদিন নিউজ:

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর