মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ শান্তিপূুর্ণ পরিবেশে কেশবপুরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আজিজুল ইসলাম আজিজ ৪৮৯৪৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী বর্তমান এমপি যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯২৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থীর থেকে বিজয়ী প্রার্থী ভোট ৯হাজার ৬৭৮ ভোট বেশী পেয়েছেন।
কেশবপুর উপজেরলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৭ হাজার ৮শ ৬০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯হাজার ৮শ৮৫ ও মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ৭হাজার ৯শ‘৭৫। এরমধ্যে ১লক্ষ ৮হাজার ৩১৭ভোটার ভোট প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ২২৫২ ভোট। বৈধ ভোট পড়েছে ১লক্ষ ৬ হাজার ৬ ভোট।







