মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তি ও সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হয়েছে। যদিও উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের মধ্যে এক মেয়র ও ৮ জন ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা। এরমধ্যে ত্রিমোহিনী, বিদ্যানন্দকাটি, পাঁজিয়া ,সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যান সহ তাদের নেতাকর্মীরা গ্রামে-গ্রামে হুমকি দিয়েছে নির্বাচনের আগের দিন ও রাত থেকে যে নৌকায় ভোট দিতে না চাইলে সে যেন ভোট কেন্দ্রের ত্রি সিমানায় না আসে। নৌকা ছাড়া অন্য প্রতিকের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায়, তবে তার পরিনাম ভালো হবেনা। এ ধরনের হুংকার দেওয়ার ঘটনায় ভোটাররা কৌশল ন্যায়। তারা প্রতি কেন্দ্রে নৌকার ভোটার সেঝে সতন্ত্র প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজ এর ঈগল পাখি প্রতিকে ভোট দেয়ার সিদ্বান্ত নেয়। সেই হিসেবে তারা ভোটও দেয়। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভুমি) তানভির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সার্বক্ষনিক টহল দিয়েছেন। সাথে পুলিশ,আনছার, সেনাবাহিনী,বিজিবি ,র্যাব ম্যাজিস্ট্রেট এর তৎপরতা ছিলো লক্ষনীয়।প্রশাসনের নিরপেক্ষতার কমতি না থাকায় পরিবেশ ছিলো শান্তিপূর্ন।
কেশবপুরে ইউপি চেয়ারম্যানদের হুমকি: শান্তি পূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন

আরো পড়ুন






