ঝিনাইদহ প্রতিনিধি :মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে খালিশপুর বাসস্ট্যান্ডে এবং নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০) ও ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২)।গ্রামবাসী সুত্রে জানাগেছে, আজ সকাল ৯টার দিকে খালিশপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মারাযান পথচারী মামুনুর রশিদ।অপরদিকে একই সময় নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের একটি ব্রিজের পাশে গরুবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী সবুজ হোসেন নিহত হন।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম উভয় দুর্ঘটনা ও ২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।