Saturday, December 6, 2025

যশোরে স্ত্রীকে মারপিটের অভিযোগে স্বামী আটক

যশোরে ছেলে দেখার নামে ডেকে নিয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে মারপিট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে তবিবার রহমানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলার প্রধান আসামি তবিবার রহমানকে আটক করেছে। মামলাটি করেছেন যশোর শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গার চম্পা বেগম। আসামিরা হলো, বাঘারপাড়া উপজেলার পুনিহার গ্রামের রাহিলা বেগম, তার ছেলে তবিবার রহমান, ওই এলাকার সাগরি বেগম ও নাজিম ওরফে রাজিব।
বাদী মামলায় উল্লেখ করেন, তার মেয়ে জোহরা খাতুন শান্তাকে আসামি তবিবার রহমান বিয়ে করে। তাদের একটি সন্তান রয়েছে। যৌতুক দাবিতে শান্তাকে মারপিট শুরু করে তবিবার। এই কারণে শান্তা তার স্বামীর বিরুদ্ধে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর থেকেই শান্তা তার পিতার বাড়িতে থাকেন । গত ৩১ ডিসেম্বর বিকেলে সদর উপজেলার ঘোপ কচুয়া গ্রামের এক আত্মীয় বাড়িতে জান শান্তা, তার মা ও বাবা। সেখানে থাকাকালে ছেলেকে দেখার কথা বলে শান্তাকে মোবাইল করে তবিবার। সেখোনে গেলে শান্তা, তার মা ও বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসামিরা। প্রতিবাদ করায় তাদের এলোপাতাড়ি মারপিট করে ও ৫০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। ওই মামলায় গতকাল আসামি তবিবার রহমানকে আটক তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহম্মেদ।

 

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর