মণিরামপুর প্রতিনিধি-
মণিরামপুর উপজেলা প্রশাসন, শিক্ষা দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসব উপলক্ষ্যে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসবের আয়োজন করে।

উপজেলা র্নিবাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, প্রধান শিক্ষক সুভাষ সিংহ, আবুল বরকত মোঃ ফকর উদ্দীন প্রমূখ। উপজেলা শিক্ষা অফিস জানায়, চলতি শিক্ষাবর্ষে অত্র উপজেলায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শ্রেনিতে অন্ততঃ এক লক্ষ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।







