আজম খান, বাঘারপাড়া (যশোর) : অগ্রণী ব্যাংকের স্পন্সরে পাঁচ ঘন্টা ২ মিনিট সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন যশোরের বাঘারপাড়ার ছেলে সৌরভ। বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে সৌরভ সমাদ্দার। গত (২৮ ডিসেম্বর) বাংলা চ্যানেলের ১৮ তম আয়োজনে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি। এই দিন সকাল ৯ টায় শুরু করে প্রায় ৫ ঘন্টা ২ মিনিট সাতারে তিনি গন্তব্যে পৌঁছান। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়। নবাবগঞ্জের অগ্রণী ব্যাংক পিএলসি চুরাইন বাজার শাখার ব্যবস্থাপক সৌরভ সমাদ্দার প্রথম বাংলা চ্যানেল জয় করে অগ্রণী ব্যাংককে জাতির সামনে তুলে ধরলেন। সৌরভ সমাদ্দার বলেন, এই যাত্রায় যারা সর্বদাই আমার পাশে থেকেছেন সবার কাছেই আমি কৃতজ্ঞ। আমার ইচ্ছে ছিল অগ্রণী ব্যাংকের ব্যানার বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। ইনশাআল্লাহ সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি।







