মণিরামপুরের হাজরাকাটি গ্রামে মারামারি মামলায় জমিন নিয়ে আবারও হামলা-ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার হাজরাকাটি গ্রামের আব্দুল গণির ছেলে সোহাগ হোসনে বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলো, হাজরাকাটি গ্রামের বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুন, ছেলে মহিবুল্লাহ হোসেন এবং ফককার আলী গুলদারের ছেলে বায়জিদ।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর আসামিরা পূর্বশত্রুতার জের ধরে সোহাগ হোসেনের শ্বশুর ও মেয়েকে মারপিট করে জখম করে। এ ঘটনায় সোহাগ হোসেনের শ্বশুর তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এ মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়ে সোহাগ ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা তার বাড়িতে হামলা করে একটি থ্রি-হুইলার ভাংচুর এবং সোহাগ বাধা দিলে তাকেও মারপিট করে জখম করে। এরমধ্যে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
-রাতদিন সংবাদ







