মণিরামপুর প্রতিনিধি:
দূর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে মণিরামপুরবাসী আমাকে ভোট দিবেন। এর আগে আমি কখনই কোন নির্বাচন করিনি, ফলে আমাকে নিয়ে জনগণ সমালোচনা করার প্রশ্নই আসে না। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথাগুলো বলেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্রপ্রার্থী হাফেজ আলহাজ্ব এস,এম ইয়াকুব আলী। মতবিনিময়কালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিকাইল হোসেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আলহাজ্ব এস,এম ইয়াকুব আলী বলেন, বিগত দিনগুলোতে উপজেলায় সবথেকে দূর্নীতি করা হয়েছে শিক্ষাখাতে নিয়োগ বাণিজ্য করে, ভবদহ সংস্কারের নামে বরাদ্দকৃত অর্থ থেকে। এছাড়া এমন কোন সেক্টর নেই সেখানে দূর্নীতি করা হয়নি। নির্বাচন অবাধ সুষ্ঠ হলে শতভাগ বিজয়ের আশা নিশ্চিত করে তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ঈগল পাখি প্রতিকেই ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।
অন্য এক প্রার্থীর কর্মীরা এখন ভোটাদের মাঝে আতংক ছড়াচ্ছেন। ওই প্রার্থীর কর্মীরা ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া নির্বাচনের ফলাফল নৌকা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে বলেও এমন কথা ছড়ানো হচ্ছে বলে তুলে ধরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংসদীয় আসনে ১২৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০-৪৫টি ভোট কেন্দ্র চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। তিনি নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে দাবী করেছেন।







