শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামী ও দোনার ৩টি ওয়ার্ডের নৌকা মার্কার পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন কমিটির আহবায়ক মাস্টার মোশারেফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিরামপুর-৫ আসনের নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মনিরামপুর উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফজলুর রহমান, নুরুল হক, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, শরিফুল ইসলাম রিপন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, সোহাগ হোসেন, আসিফ হোসেন প্রমুখ। বক্তব্যে স্বপন ভাট্টাচার্য্য মনিরামপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন ও অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।







