Saturday, December 6, 2025

কেশবপুরে সাংবাদিককে হুমকি দেয়া সেই আওয়ামীগ নেতা আলমগীরকে শোকজ

যশোরের কেশবপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে বিভিন্ন সংবাদ করায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ আল ফুয়াদকে  হাত-পা ভেঙে দেওয়ার হুমকির ঘটনায় উঠে পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ সুজাতা আমিন। সোমবার এক নোটিশে তাকে শোকজ করা হয়।এরআগে এ বিষয়ে সাংবাদিকদের পক্ষথেকে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। থানায় অভিযোগও দেয়া হয়। এসব বিষয়ে পত্রিকায় লেখালেখি হলে বিষয়টি নজরে আসে অনুসন্ধান কমিটির।

সোমবর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ সুজাতা আমিন কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকীকে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ করেন। আগামি ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার মধ্যে কেশবপুরের সিনিয়র সহকারী জজ আদালতে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর