যশোরের কেশবপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে বিভিন্ন সংবাদ করায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ আল ফুয়াদকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকির ঘটনায় উঠে পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ সুজাতা আমিন। সোমবার এক নোটিশে তাকে শোকজ করা হয়।এরআগে এ বিষয়ে সাংবাদিকদের পক্ষথেকে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। থানায় অভিযোগও দেয়া হয়। এসব বিষয়ে পত্রিকায় লেখালেখি হলে বিষয়টি নজরে আসে অনুসন্ধান কমিটির।
সোমবর অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ সুজাতা আমিন কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকীকে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ করেন। আগামি ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার মধ্যে কেশবপুরের সিনিয়র সহকারী জজ আদালতে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়।
বিশেষ প্রতিনিধি







