আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদকে হাত পা ভেঙে দেয়াসহ জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এক জরুরি সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আব্দুল্লাহ আল ফুয়াদ দৈনিক কালবেলা ও কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি।
যশোর-৬ আসনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর হলফনামা ও তার কর্মী সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনবিষয়ক সংবাদ কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে কেশবপুর পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো সাংবাদিকদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এ সময় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ সেখানে পৌঁছালে তাকে উদ্দেশ্য করে তার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়। টিটো তার সাথে থাকা একদল ব্যক্তিকেও ফুয়াদের হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ দেন। এ সময় কেশবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যান। ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমকে অবহিত করা হয়।
এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাবে শনিবার সন্ধ্যায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম স¤পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ক্রীড়া স¤পাদক শেখ শাহীন, গ্রন্থগার স¤পাদক মতিয়ার রহমান, সদস্য নূরুল ইসলাম খান, দিলীপ মোদক, কামরুজ্জামান রাজু, মিলন দে, অলিয়ার রহমান, আলমগীর হোসেন এবং বিল্লাল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া থানায় জিডি ও সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রধান নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো বলেন, ‘হুমকি দেয়া তো দূরের কথা আমি তার ছায়াও দেখিনি।’
এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্র্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ বলেন, ‘ঘটনাটির তীব্র নিন্দা জানাই। এ ঘটনাটি টিটোর ব্যক্তিগত এর সাথে নৌকা প্রতিকের প্রার্থী কোনো সংশ্লিষ্টতা নেই।
বিশেষ প্রতিনিধি







