যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম রেজাকে মারপিট করেছে সাগর হোসেন নামের এক যুবক। নৌকার পক্ষে কাজ করায় এ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সেলিম রেজা। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টার পর। অভিযুক্ত সাগর চেয়ারম্যান আনিছুর রহমানের ড্রাইভার। ঘটনার সময় ঘটনাস্থলের অদুরেই আনিছ উপস্থিত ছিলেন। এতে করে আনিছুরকে দূষছেন স্থানীয়রা। পরে আনিছ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও এরআগে তিনি নিজেই স্থানীয়দের তোপের মুখে পড়েন। পরে সাগর সকলের সামনে পায়ে ধরে মাফ চেয়ে ক্ষমা প্রার্থনা করেন। পুরো ঘটনাটি ফেসবুকে নিজেই লাইভ করেছেন সেলিম রেজা। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আনিছুর রহমানের ইন্দনেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অনেকে।
স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদের হয়ে নির্বাচনে কাজ করছেন সেলিম রেজা। অন্যদিকে, আনিছুর রহমান ঈগলের প্রার্থী মোহিত কুমার নাথের হয়ে কাজ করেছেন। দুপুরে বাজেদুগাপুর গ্রামে চেয়ারম্যান আনিছুর রহমানকে নিয়ে আসেন। পাশের একটি প্রোগামে অংশ নেন। পরে সাগর সেলিম রেজার কাছে যেয়ে নৌকার পক্ষে কাজ করায় তাকে কটাক্ষ করে কথা বলতে থাকেন। একই সাথে ঈগলের হয়ে কাজ করার জন্য বাধ্য করতে থাকেন। এ কথার প্রতিবাদ করলে সাগর মারপিট করতে থাকে সেলিম রেজাকে। পরে স্থানীয়রা এসে সাগরকে ধরে ফেলেকিছু সময় পর ঘটনাস্থলে আসে চেয়ারম্যান আনিছুর রহমান। তাকে দেখে সাগর আরও উত্তেজিত হয়ে উঠে। পরে স্থানীয়রা চেয়ারম্যানের কাছে এ ঘটনার বিচার চান। কিন্তু সকলের সামনে চেয়ারম্যান সাগরের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। এতে আরও উত্তেজিত হয়ে উঠে স্থানীয়রা। তোপের মুখে পরে চেয়ারম্যান নিজেই। পরে পা ধরে ক্ষমা চায় সাগর। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে সেলিম রেজাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নৌকার প্রাথী যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ এ খবর শুনে হাসপাতালে সেলিম রেজাকে দেখতে যান। এসময় তিনি ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিশেষ প্রতিনিধি







