Saturday, December 6, 2025

মণিরামপুরের ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে মামলা

যশোর অফিস 

মণিরামপুরের মনোহরপুর কাচারীবাড়ি বাজারের ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নামসহ অপরিচিত আরও দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার কপালিয়া নলডাঙ্গা গ্রামের ব্যবসায়ী বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, মনোহরপুর গ্রামের রাজু আহম্মেদ ও কপালিয়া নলডাঙ্গা গ্রামের ইনামুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

মামলার অভিযোগে জানা গেছে, কপালিয়া নলডাঙ্গা গ্রামের বজলুর রহমান মনোহরপুর কাচারীবাড়ি বাজারের ব্যবসায়ী। গত ২৯ নভেম্বর রাতে দোকান বন্ধ করে তিনি নিজস্ব ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে এনায়েতপুর-নলডাঙ্গাগামী রাস্তার এনায়েতপুর ব্রিজের উপর পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগে আসামিরা তাকে মারপিট করে জখম ও কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা বজলুর রহমানকে ধাক্কা দিয়ে পাশের খালের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়। আহত বজলুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর