যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে শনিবার বিকাল সাড়ে চারটায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী হলেন মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত আব্দুল মোড়লের মেয়ে কহিনুর খাতুন। আসামীকে নতুনহাট এলাকা থেকে আটক করা হয় এবং তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/-টাকা।
এ সংক্রান্তে ডিবির এসআই (নিঃ) সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
-বিশেষ প্রতিনিধি







