ওয়াসী মোহাম্মদ সাদিক: মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শারিরিক প্রতিবন্ধী ইয়াসিন আরাফাতের পরিবারকে অটো রিক্সা বিতরণ করেছে সচেতন সামাজিক সংস্থা (সাসস)।
শনিবার সাসস যশোর জেলা কমিটির উদ্যোগে শহরের প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিক্সাটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক এস এম ফরহাদ, ওয়াহাব মুকুলসহ সাসস এর সদস্যরা।
রিক্সা হস্তান্তরকালে সাসসের প্রধান পৃষ্ঠপোষক ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, “ইয়াসিন আরাফাত একজন অদম্য তরুণ। তার অভাবনীয় সাহস ও মানসিক শক্তি আমাদের সকলকে অনুপ্রাণিত করে। সাসস তার পরিবারকে এই অটো রিক্সা বিতরণ করে তার সাহসিকতার প্রতি সম্মান জানাতে চায়।”
আরো পড়ুন: এইচএসসি উত্তীর্ণদের মিষ্টি খাওয়ালেন ডিবি পুলিশ কর্মকর্তা
ইয়াসিন আরাফাত যশোরের বাসিন্দা। জন্মগতভাবে তার দুই পা ও দুই হাত নেই। কিন্তু তার অদম্য সাহস ও মানসিক শক্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়।
ইয়াসিন আরাফাতের বাবা বলেন, “সাসসের এই অটো রিক্সা আমার জন্য অনেক বড় সহায়তা। এটি আমার পরিবারের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আমি সাসসের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।”
এর আগে বিজয় দিবস উপলক্ষে সাসস পরিবার বিজয়স্তম্ভের শ্রদ্ধা নিবেদন করেন। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। উক্ত ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন ইয়াসিন আরাফাত।

সাসসের সভাপতি হাবিবুর রহমান বলেন, সামাজিক সচেতন সংস্থা (সাসস) সমাজের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় এ আয়োজন।







