Tuesday, March 25, 2025

চুয়াডাঙ্গায় শতাধিক সাপের ঝাঁপান প্রতিযোগিতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খুদিয়াখালী গ্রামে মঙ্গলবার দিনব্যাপী ঝাঁপান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খলিলুর রহমান ও ফজলুর রহমানের দুটি দল শতাধিক সাপ নিয়ে খেলায় অংশ নেয়। জেহালা ইউপির খুদিয়াখালী গ্রামের রবিউল ইসলাম এ প্রতিযোগিতার আয়োজন করেন।সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিক সাইফুল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ঝাঁপান খেলার প্রতিযোগিতা। একের পর এক সাপ নিয়ে প্রতিযোগিতায় নামেন খলিলুর রহমান ও ফজলুর রহমান।খেলা শেষে প্রথম স্থান অধিকার করেন খলিলুর রহমানের দল। বিজয়ী দলকে দুই হাজার ও অন্য দলকে দেড় হাজার নগদ টাকাসহ পুরস্কৃত করা হয়।

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর