বিশেষ প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহিনীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে ইমান সর্দারে ছেলে রব্বানীকে (৩৫) অভিযুক্ত করে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুকুর আলী। শুকুর একই গ্রামের মৃত আব্দুল হাই বিশ্বাসের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, শুকুর আলীর ক্রয়কৃত জমি দখল নেওয়ার জন্য বুধবার বিকেলে বিবাদি রব্বানী শুকুর আলীর বড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় শুকুর আলীর স্ত্রী ভাষা সংযত করে কথা বলতে অনুরোধ করলে বিবাদির হাতে থাকা এসএস স্টীলের পাইপ দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এসময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পরিবারের সবাইকে প্রাণ নাশের হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রব্বানী। মারামারির ঘটনায় গৃহিনীর দুইহাত মারাত্মক জখম হয়। রব্বানী শুকুর আলীর প্রতিবেশী। অভিযোগের তদন্তকারী অফিসার থানার এসআই সজল কুমার বিশ্বাস জানান, শুকুর আলীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এখনো বিষয়টি তদন্তাধীন।
রাতদিন ডেস্ক/জয়-০৮







