Friday, December 5, 2025

নাভারনের এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিক সিলগালা

যশোরের নাভারণে স্বাস্থ্যবিভাগের অনুমতি ছাড়াই পরিচালিত বেসরকারি দু’টি ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারে অবস্থিত এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিকে এ অভিযান চালানো হয়। দীর্ঘ দু’ বছর ধরে স্বাস্থ্যবিভাগের কোনো রকম অনুমতি ছাড়াই এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার গোপনে কাজ চালিয়ে যাচ্ছিল।সিভিল সার্জন জানান, নাভারণের এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিকে রোগীদের সেবা দেয়ার মতো কোনো পরিবেশ নেই। লাইসেন্স ছাড়াই এগুলো চলছিল। এ দু’টি ক্লিনিকে সনদধারী কোনো ডাক্তার ও নার্স খুঁজে পাওয়া যায়নি।<br>প্যাথলজি, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য বিভাগগুলো হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের নিয়মনীতির ভিতরে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় দু’টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযানে অংশ নেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর