জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধি-
কেশবপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। ১১ ডিসেম্বর দুপুরে কেশবপুর শহরের কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে সরকারি নির্ধারিত দামের দ্বিগুনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন জরিমানা করেন।
ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবর পেয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে। তারা নতুন পেয়াজ ১৬০, পুরনো পেয়াজ ২০০ এবং ইন্ডিয়ান পেয়াজ ১৮০টাকা করে বিক্রি কর ছিল। বাজারে এসিল্যান্ড এমন খবর পেয়ে এমন খবর পেয়ে ১৪০ করে বিক্রয় করছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন কাঁচা বাজারে অভিযান চালিয়ে দুই জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন। এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে ১২০টাকা কেজিতে পেয়াজ বিক্রয় করতে বলেন।এ খবর শুনে বাজারে পেঁয়াজের ক্রেতাদের ভিড়।
এ সময় অনেক দোকানদার দোকান থেকে সরে পড়েন এবং বিক্রয় বন্ধ করে দেন। পরে তারা অল্প কিছু লাভে পেঁয়াজ বিক্রয় করেন। এ সময় অধিকাংশ দোকানদাররা বলেন বেশি দামে কিনে, কম দামে বিক্রয় করতে হচ্ছে।







