Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের হাতে দুইজন আটক

যশোর বাঘারপাড়া থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এসময় নছিমন গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ কেজি ৩শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রবিবার দুপুর তিনটায়  বাঘারপাড়ার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আনসার আলীর ছেলে খোরশেদ আলম এবং একই গ্রামের মৃত তাহের আলীর ছেলে রফিকুল মল্লিক।

র‌্যাব – যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়ে তল্লাসি চালান। এমন সময় একটি নছিমন দেখে তাদের সন্দেহ হয়। পরে চালকের সিটের পিছনে লুকিয়ে রাখা একটি বক্সথেকে ০৮ কেজি ৩শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর